বর্তমান করেনা ভাইরাস পরিস্থিতিতে সাড়া দেশের মত স্থবির কুষ্টিয়া জেলা সেই সাথে শুরু হযেছে পবিত্র মাহে রমজান। এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেনীর অসাধু চক্র কুষ্টিয়া শহরে এন এস রোডের বিভিন্নস্থান ও অলিতে গলিতে বিক্রি করছে মান নিয়ন্ত্রনহীন গরুর দুধ।
জানা গেছে, কুমারখালীর শিলাইদাহ, মহেন্দ্রপুরসহ বিভিন্ন স্থান থেকে ফড়িয়ারা এই দুধ সরবরাহ করে থাকে। খামারীদের নিকট থেকে তারা কমদামে খাঁটি দুধ কিনলেও সরবরাহের আগে দুধ থেকে ক্রীম (ননী) তুলে রাখছে।
কেউ কেউ অধিক লাভের আশায় দুধে পানি মেশাচ্ছে। এতে করেনা পরিস্থিতিতে জেলার বাইরে দুধ সরবারহ করা যাচ্ছেনা, এমন ধোঁয়া তুলে বাজার মূল্যের থেকে ১০-১৫ টাকা কমে ৪৫ টাকা লিটার দুধ বিক্রি করছে। কিন্তু বাড়িতে নিয়ে গরম করার পর দুধের মান এর বিষয়টি বোঝা যাচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা বাজার মনিটারিং কমিটির সভাপতি এসএম কাদেরী শাকিল বলেন, সারা দেশে খামারীরা দুধ নিয়ে সমস্যায় পড়েছেন। কুষ্টিয়া শহরে কুমারখালী থেকে দুধ এনে বিক্রি হচ্ছে এটা ভালো উদ্যোগ। তবে মাননিয়ন্ত্রণ পরীক্ষার ব্যবস্থা থাকলে মানুষ আস্থার সাথে কিনতে পারবে। এ বিষয়টি তিনি জেলার ভোক্তা অধিকার অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।