কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড় , পুলিশ ক্লাব হয়ে থানা পাড়াস্থ এবং ইসলামীয়া কলেজ রোড এবং আমলাপাড়া হয়ে কুঠিপাড়া বড়বাজারের সড়কটি প্রশস্তকরণ জরুরী হয়ে পড়েছে।
এই সড়কেই ৩টা ট্রান্সপোর্ট, এজেন্সি, মান্নান হার্ট ফাউন্ডেশন হাসপাতালসহ দিনকে দিন জনগুরুত্বপুর্ন এলাকা হিসেবে চিহ্নিত হয়ে উঠছে।
এছাড়াও থানা ট্রাফিক মোড়ে জানযটের কারনে এই সড়ক ব্যবহারের ফলে অটোরিকসা, ইজিবাইকসহ যানবাহনগুলো এই দিক দিয়ে চলাচলের কারনে দীর্ঘ জানযট লেগেই থাকে।
সচেতনমহলরা মনে করেন, আগের সময়কার সেই ১২ ফিট রাস্তা ভেঙ্গেচুরে পুনরায় আবারো ১২ ফিট করে সংস্কার করা হচ্ছে।
যেটি কিনা পৌরসভা নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু এলাকাবাসীর দাবী এই সড়কটি আগের মতো না করে প্রশস্তকরণ করলে যেমন একদিকে জানযট এড়ানো সম্ভব হবে। অপরদিকে এই জনগুরুত্বপুর্ণ এলাকায় চলাচলে সুবিধা হবে।
তাই এখনো সময়উপযোগী সিদ্ধান্ত গ্রহণে এলাকাবাসী সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।