কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ আব্দুল কুদ্দুস (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া – চুয়াডাঙ্গা হাইওয়ে থেকে অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে ২২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সে মেহেরপুর সদরের পিরোজপুর সোনাপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
র্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া হইতে চুয়াডাঙ্গা হাইওয়ের বড় আইলচারা বাকসো ব্রীজ এর উপর হতে মেহেরপুর সদরের পিরোজপুর সোনাপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল কুদ্দুসকে ২২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।