দীর্ঘ দুই যুগের পর কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মেরামতের কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের অবহেলায় নিম্নমানের ইট বালি ও খোয়া দিয়ে নির্মাণকাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মোনা গ্রুপ কুষ্টিয়া খোকসা অংশে মেরামত করে। অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে জহুরুল মিয়া বলেন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষের ঘরে ফিরতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্যই প্রাথমিক অবস্থায় রাস্তার খানাখন্দ পূরণ করে দেয়া হচ্ছে। আর খানাখন্দের মাঝেই রয়েছে নিম্নমানের ইট বালু খোয়া।
বিষয়টি দেখভাল করার দায়িত্ব ছিল কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের কিন্তু কাজের কর্মরত অবস্থায় কাউকে খুঁজে পাওয়া যায়নি। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়া অংশের ২৪ কিলোমিটারের খোকসা অংশে বেশি খানাখন্দ অবস্থার জায়গাগুলো রিপেয়ারিং করার জন্য গত সপ্তাহে কাজে হাত দেয়। মোনা গ্রুপের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ ও এলাকাবাসী। এলাকার ভুক্তভোগী যাত্রীরা অসন্তুষ্ট প্রকাশ করেছে প্রকাশ্য দিবালোকে।
জানা গেছে, স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় জহুরুল মিয়ার কর্ণধাররা নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করছে এই রাস্তাটি। স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এমতাবস্থায় উক্ত রাস্তাটির নির্মাণকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখভাল করতে সু-দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
এদিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমার জানা মতে রাস্তায় ভালোমতো নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে। তবে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলুন। অবশ্যই ভালো মানের ইট বালি ও নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করতে হবে।
অপরদিকে এলাকাবাসী ভয়ে কথা বলতে পারছে না স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব হুমকির কারণে জহুরুল মিয়ার কর্ণধারদের বিরুদ্ধে।
উল্লেখ্য প্রায় ২২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কুষ্টিয়া-রাজবাড়ী-ঢাকা সড়কের কাজ।