কুষ্টিয়া শহরের গা ঘেঁষে ঢাকা রোড সংলগ্ন ২০ একর জায়গার ওপর ২০১২ সালে শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজ । ২০১২-১৩ অর্থ বছরে এর জন্য ২শ` ৭৫ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। নির্মাণ প্রতিষ্ঠানের গাফিলতিতে, ৩ বছরে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও ৫ বছরে শেষ হয়নি।
কুষ্টিয়া মেডিকেল কলেজ এখনও নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর হয়নি। এতে নানা সমস্যা নিয়ে ক্লাস করতে হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। ২০১৬ সালে মেডিকেল কলেজের কাছে হস্তান্তর করার কথা, ২০১৯ সাল এর জানুয়ারী পর্যন্ত নতুন ক্যাম্পাস হস্তান্তর না হওয়ায় দুই ব্যাচের ১শ ৩০ শিক্ষার্থী নিজস্ব ক্যাম্পাস না দেখেই বিদায় নিয়েছে। কুষ্টিয়া মেডিকেল এ্যাসিটেন্ট ট্রেনিং স্কুলে আবাসিক সমস্যাসহ নানা সমস্যা মাথায় নিয়ে ৩শ` ২৫ জন শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তবে শিগগিরই নিজস্ব ক্যাম্পাসের কাজ শেষ হবে বলে জানান অধ্যক্ষ। অধ্যাপক ডা. এস, এম, মুসতানজীদ বলেন, নব্বই থেকে পচানব্বই শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ। সুতরাং দ্রুতই আমরা শিফট করব।কুষ্টিয়া মেডিকেল কলেজের তথ্য মতে, কলেজে ৩শ ২৫ জন নিয়মিত শিক্ষার্থী ও ১শ ৩০ জন শিক্ষানবীশ চিকিৎসক রয়েছে ।
Discussion about this post