আজ (সোমবার) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় (ডিএনসি), কুষ্টিয়া মিরপুর উপজেলার দক্ষিণ কাঠদহ গ্রামে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তারেক মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কুষ্টিয়া মিরপুর উপজেলার দক্ষিণ কাঠদহ গ্রামের মামুনুর রহমানের বসতঘরে বিক্রয়ের জন্য আমদানি নিষিদ্ধ ভারতিয় ফেন্সিডিল রয়েছে। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালাই কিন্তু সেখান থেকে আসামী মামুনুর রহমান পালিয়ে যায়। তার ঘর থেকে ১৪ বোতল ভারতিয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করি। মামুনুর রহমান মিরপুর উপজেলারর দক্ষিণ কাঠদহ গ্রামের আলিনূর রহমানের ছেলে।
মামুনুর রহমানকে পলাতক দেখিয়ে মিরপুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। মামলা নং-১৭, তারিখ ২৯/০১/১৮ইং।