লাশ আটকিয়ে চাঁদা দাবী করার সময় জনতা ২ চাঁদাবাজকে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আসান নগর গ্রামে। এ ঘটনায় মিরপুর থানায় আটক ২ চাঁদাবাজের নামে ২০ জুন রাতে মামলা দায়ের হয়েছে। মামলা নং ২২।
আটক ২ আসামী হলোঃ কুষ্টিয়া জগতির ঢাকা ঝালুপাড়ার ইসহাকের ছেলে সোহাগ আলী (২৩) ও আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে টুটুল হোসেন (৩০)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, আসান নগর গ্রামের পঁচা মণ্ডল (৬২) গত ১৯ জুন বিকালে হৃদরোগে আক্রান্ত হয়। স্বজনরা তাকে প্রথমে পাশ্ববর্তী আলমডাঙ্গার হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবণতি হলে পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জুন রাত ৮,২০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় পঁচা মণ্ডল মারা যান। রাতেই স্বজনরা পঁচা মণ্ডলের মরদেহ নিয়ে বাড়ীতে চলে আসে। মরদেহ বাড়ীতে পৌছানোর পর অভিযুক্ত সোহাগ আলী ও টুটুল রাত ১০ টা ৩০ মিনিটের সময় মৃত ব্যাক্তির বাড়ীতে এসে মরদেহ হাসপাতাল থেকে বের করতে তাদের ১৩ হাজার টাকা খরচ হয়েছে বলে দাবী করে পরিশোধ করতে চাপ দেয়। টাকা পরিশোধ না করলে লাশ দাফন করতে দেবে না বলেও হুমকি দেয়। এ সময় অবস্থা বেগতিক দেখে মৃত ব্যাক্তির স্বজনরা তাদের আটকে রেখে পাশ্ববর্তী মালিহাদ পুলিশ ক্যাম্পকে সংবাদ দিয়ে তাদের সৌপর্দ করে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম চাঞ্চল্যকর এ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।