কুষ্টিয়ায় মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠান কে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সারের মুল্য তালিকা লাল সালুতে না থাকা, মেয়াদোর্ত্তীর্ন বালাইনাশক প্রাপ্তি, কতৃত্বহীন বালাইনাশক বিক্রি, খোলা ও উন্মুক্তভাবে বা প্যাকেট খোলা অবস্থায় বালাইনাশক বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা ও মিরপুর উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।
এসময় তিনি জানান, সারের মুল্য তালিকা লাল সালুতে না থাকা, মেয়াদোর্ত্তীর্ন বালাইনাশক প্রাপ্তি, কতৃত্বহীন বালাইনাশক বিক্রি, খোলা ও উন্মুক্তভাবে বা প্যাকেট খোলা অবস্থায় বালাইনাশক বিক্রয় করার অপরাধে সদর উপজেলার আইলচারা বাজারে মেসার্স হাবিব ট্রেডার্স এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ২০ হাজার টাকা এবং মেসার্স ইমন এন্টারপ্রাইজকে ৩৮ ধারা মোতাবেক ৫ হাজার টাকা এবং মিরপুর উপজেলার পোড়াদহ বাজারের মেসার্স লুৎফর ট্রেডার্স এর মালিককে ৫১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, সদর উপজেলা কৃষি অফিসার মো: সেলিম হোসেন, মিরপুর উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, জেলা বাজার কর্মকর্তা মো: রবিউল ইসলামসহ আইনশক্সখলা বাহিনী উপস্থিত ছিলেন।