কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে মজের আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া ক্যানেলপাড়া এলাকার তার নিজ শয়নকক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মজের আলী উক্ত এলাকার মৃত ফলেজ আলীর ছেলে।
নিহতের ভাতিজা হালিম জানান, মজের আলী কয়েকদিন ধরে মানষিক রোগে ভুগছিলেন। এর আগে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন। শনিবার পূনরায় আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিলো। এর মধ্যে সকালে তার ঘরে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুঁলতে দেখা যায়।
পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারকারী মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) লিখন সর্দার জানান, মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়না-তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।