কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড বাজার কমিটি’র উদ্দ্যোগে চুরি প্রতিরোধে প্রতিবাদ সভা শনিবার (১৫ জুন) সকাল ৯টার সময় মুক্তিযোদ্ধা পার্কে অনুষ্ঠিত হয়েছে । এ প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন বাজার কমিটি’র সভাপতি ও মিরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এনামূল হক।
বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাকদ শেখ মফিদুল হক, সহ-সভাপতি জিয়ানুল হক খান বাবলু চৌধরী, আব্দল কাদের, শাবান মন্ডল, মারফত আফ্রিদি প্রমুখ। উপস্থপনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান নাসিম। প্রতিবাদ সভায় সর্ব সিদ্ধান্তক্রমে গৃহিত হয় যে এ বাজারের দায়িত্বরত সকল নৈশ প্রহরীকে অব্যততি প্রদান এবং নতুন নৈশ প্রহরী নিয়োগ। ৮টি সিসি ক্যামেরা রয়েছে আরো ৪ টি সিসি ক্যামেরা স্থাপন করা।
বক্তরা প্রশাসনের সহযোগীতা কামনা করেন এব নৈশ প্রহরীবৃন্দ কেমন দায়িত্ব পালন করছে -তা তদারকি করার জন্য কমিটি’র সকল সদ্যদের গ্রুপ অনুযারী ১ রাত করে পাহারা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।