কুষ্টিয়ায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম নাজমুল ইসলাম (২৪) । পুলিশের দাবি নাজমুল একজন ইয়াবা ব্যবসায়ী।
রোববার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে উপজেলার মশান বাজার সংলগ্ন একটি ইটভাটার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নাজমুল পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কিশমত মাইলমারী এলাকার হান্নান শাহর ছেলে। সে পাশের গ্রাম মদনডাঙ্গা এলাকায় নানার বাড়ী ভাড়া থাকতো।
মিরপুর থানা পুলিশ জানায়, কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মশান বাজার সংলগ্ন একটি ইটভাটার সামনে পুলিশী টহলের অংশ হিসেবে নিয়মিত চেকপোষ্ট বসানো হয়। রাতে ভেড়ামারা থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিতে তল্লাশী করে যাত্রীবেশে থাকা নাজমুলের কাছে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।