কুষ্টিয়া মহাশশ্মান মন্দির কমিটির আয়োজনে আলোচনা সভা, প্রার্থনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির শদ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
কুষ্টিয়া মহাশশ্মান মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার কেজরীওয়ার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া মহাশশ্মান মন্দির কমিটির যুগ্ম-সম্পাদক পরেশ রায় নাড়–, স্বপন কুমার পাড়ই কালা, সহ-সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, কোষাধ্যক্ষ বাবলু কুন্ডু, সহ-কোষাধ্যক্ষ প্রদীপ কুমার সরকার প্রমুখ। এদিকে কুষ্টিয়া মহাশশ্মান মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন এর শ্বাশুড়ী মালবিতা দেবীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।