কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাবের সদস্যরা । রবিবার দুপুর ১.১৫ মিনিটের সময় র্যাবের সদস্যরা জেলার ভেড়ামারা ভেড়ামারা উপজেলার বাহিরচর বারদাগ এলাকায় অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সেকেন্দার আলী প্রামানিক (৫৫) ও তার স্ত্রী শাহানারা বেগম (৪৫) কে আটক করে।
র্যাব জানায়, রবিবার দুপুর ১.১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার ভেড়ামারা উপেজলার বাহিরচর বারদাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বাহিরচর বার দাগ এলাকার মৃত মোকছেদ আলী প্রামানিক এর ছেলে সেকেন্দার আলী প্রামানিক ও তার স্ত্রী শাহানারা বেগমকে ৪৩৪ বোতল ফেনসিডিল ও টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।