কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া বটতলা মসজিদ এলাকায় নকল বিড়ি প্রস্তুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এতে বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি, নকল ব্যান্ডরোল ও নিম্নমানের তামাক উদ্ধার করা হয়। এরা দীর্ঘদিন যাবত মানুষকে নকল বিড়ি দিয়ে প্রতারিত করছে ও মূল্যবান সরকারি ট্যাক্স ফাঁকি দিচ্ছে মর্মে জানা যায়। উদ্ধার করা নকল বিড়ি ধ্বংস করা হয়।
অভিযুক্ত রবিউল মোল্লাকে ৫০,০০০( পঞ্চাশ হাজার)টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও তা আদায় করে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়।
অভিযান চলমান থাকবে বলে অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান।