কুষ্টিয়ার ভেড়ামারায় এক ছাত্রীকে ইভটিজিং ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে স্বপন ইসলাম (২৯) নামের এক যুবকের ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ। দণ্ডপ্রাপ্ত স্বপন ইসলাম উপজেলার ক্ষেমিরদিয়াড় এলাকার ইমারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার হাজী ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং ও শারীরিকভাবে লাঞ্ছিত করে স্বপন। এ সময় পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের দণ্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।