কুষ্টিয়ার ভেড়ামারা শহর অভ্যন্তরের সড়কে চলাচলকারী ড্রাম ট্রাকের ব্যাপারে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছেন ভেড়ামারা উপজেলা প্রশাসন।
এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে ভেড়ামারা শহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ড্রাম ট্রাক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ এই অভিযান পরিচালনা করেন । অভিযান চলাকালে মোট ৪ টি ড্রাম ট্রাক আটক করা হয়। পরবর্তীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ১০১৩ এর ৫(৪) ধারা ভঙ্গ করার অপরাধে অভিযুক্ত করে ১৫(২)(খ) ধারায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ড্রাম ট্রাক প্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ সাংবাদিকদের জানায়, ড্রাম ট্রাকের মালিক ও চালকদেরকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অনুসৃত না হতে দেখলে প্রশাসনিক তৎপরতার এই ধারা অব্যাহত থাকবে।