কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বেলা ১১টার সময় বদর উদ্দিন(৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে নজরুল, মনিরুল, সাত্তার সহ ৪-৫ জন। আহত বদর উদ্দিন কে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বদর উদ্দিন। তার অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে গতকাল কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে স্বস্তিপুর গ্রামের মৃত মগগুল শেখের ছেলে নজরুল(৪৫), সাত্তারের ছেলে মনিরুল(২৬) ও সাত্তার পিতা অজ্ঞাত সহ ৪-৫জন অবৈধ আগ্নেয়াস্ত্র সহ দেশীয় রাম দা, লোহার রড, হাসুয়া, লাঠিসোঠা নিয়ে অতর্কিত ভাবে বদর উদ্দিন কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এই সময় বদর উদ্দিনকে মারধোরের সময় সাত্তারের স্ত্রী জামেলা(৫৩) বদর উদ্দিন কে মারতে গেলে মনিরুলের লাঠির আঘাতে আহত হয় বলে জানান আহত বদর উদ্দিনের পরিবার। আহত বদর উদ্দিনের পরিবার জানান, সাত্তার গং আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে।