কুষ্টিয়া ভাদালিয়া বাজারের একটি নজিমন গ্যারেজে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম জুয়েল রানা (২৫)।
সোমবার বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারের একটি নসিমন গ্যারেজে এ ঘটনা ঘটে।
জানাযায়, দর্শনা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল দীর্ঘদিন ধরে ভাদালিয়া গ্রামের তার মামা রতন খার নসিমনের গ্যারেজে কাজ করে আসছিল। আজ ঘটনার সময় জুয়েল গ্যারেজের ভিতরের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপারালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।