পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা হিসাবে নির্বাচিত হয়েছে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ।
বুধবার খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে কুষ্টিয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিমা ইয়াসমিনের এই পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা: শরীফুল ইসলাম, খুলনার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভায় সম্মাননা স্মারকটি তুলে দেওয়া হয়।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মর্জিনা খাতুন, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শম্পা মাহমুদসহ সরকারী দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এস এম জামাল