কুষ্টিয়া থেকে প্রকাশিত সকল পত্রিকার কম্পিউটার অপারেটরবৃন্দ সম্মিলিতভাবে “প্রিন্ট মিডিয়া কম্পিউটার অপারেটর এসোসিয়েশন” নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত সোমবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৬ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে বাহারুল ইসলাম বাহারকে আহ্বায়ক, শরিফুল ইসলাম পপি, শাহরিয়ার ইমরান, রিয়াজুল ইসলাম সেতু, নাজমুল ইসলাম, সাকিব আহমেদ ও আবদুল্লাহ আল মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
এছাড়া রাশেদুল ইসলাম বকুলকে সদস্য সচিব, মোঃ দলিল উদ্দিন, আনিসুর রহমান আনিস, মোঃ জহির, আবু সাঈদ, মোঃ হাবিব, আমিনুর রহমান জুয়েল, আব্দুর রহমান, কুদরত উল্লাহ খান কে সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি’র সকলের আলোচনাক্রমে আগামী ২২ সেপ্টেম্বর শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশেষ মিটিং ডাকা হয়েছে।