কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে পৌর চত্ত্বরে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার এসেসর আমান উল্লাহ, ভারপ্রাপ্ত স্যানেটারী ইনস্পেকটর দেবাশীষ বাগচী, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ রতন, সুপারভাইজার গাজীউর রহমান, টিকাদানকারী আশরাফুন নাহার আশা প্রমুখ। এ উপলক্ষে কুষ্টিয়া পৌর এলাকার ৮৫টি স্থানে ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙ্গের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়।
সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইনের কার্যক্রম। কুষ্টিয়া পৌর এলাকায় প্রায় ১৩ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা চলছে।
সংবাদ বিজ্ঞপ্তি