মঙ্গলবার সকালে এশিয় উন্নয়ন ব্যাংকের অডিটর জেনারেল’স মিশনের এক প্রতিনিধিদল কুষ্টিয়া পৌরসভা পরিদর্শন করেছেন। পরিদর্শনের আগে সকালে মেয়র কার্যালয়ে কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী”র সভাপতিত্বে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ার আলী কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানান। এছাড়াও তিনি এডিবির সহায়তায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) ইউজিপ-৩ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া পৌরসভার সার্বিক উন্নয়নের দিক তুলে ধরেন। সভা শেষে পৌরসভায় চলমান প্রকল্পের উন্নয়ন কাজের ডকুমেন্ট পরিদর্শন করেন।
এডিবির টিম লিডার অত্র পরিদর্শনের বিষয়বস্তু তুলে ধরেন ও কুষ্টিয়া পৌরসভার অতিথীয়তায় মুগ্ধ হয়ে মেয়রকে ধন্যবাদ জনান । তিনি বলেন, কুষ্টিয়া পৌরসভার সাথে এডিবির কার্যক্রম চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন এশিয় উন্নয়ন ব্যাংকের অডিটর জেনারেল’র মিশনের টিম লিডার এবিবি’র প্রিন্সিপাল অডিট স্পেশালিষ্ট, মিস. উই ছেন চ্যাং, এডিবি’র সিনিয়র অডিট অফিসার মিঃ জরোয়ার কাডুনগগ,এডিবি’র সহকারী ফিনানশিয়াল কন্টোল এনালিস্ট মিস ক্যাসেরিন, ইউজিপ-৩ প্রকল্প পরিচালক পরিচালক এ.কে.এম রেজাউল ইসলাম,এডিবি’র সিনিয়র প্রজেক্ট অফিসার, বাংলাদেশ রেসিডেন্স মিশন শহিদুল ইসলাম, এডিবি’র বাংলাদেশ রেসিডেন্সি মিশন সাইদুল ইসলাম, টিম লিডার, জিআইসিডি, ইউজিপ-৩ আজাহার আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল অব মেয়র-০১ মতিয়ার রহমান মজনু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী (পূর্ত) ওয়াহেদুর রহমান সহ পৌরসভা ও চলমান প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। সভাটি পরিচালনা করেন পৌরসভার শহর পরিকল্পনাবীদ রানভীর আহমেদ।
এর আগে এশিয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের টিমলিডার সহ অন্যান্য কর্মকর্তারা মেয়র কার্যালয়ে উপস্থিত হলে কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী তাদেরকে ফুলেল অভ্যর্থণা জানান।
উল্লেখ্য, এই প্রতিনিধিদল পৌরসভার কর নির্ধারণ শাখা ,করআদায় শাখা,পানি শাখা, পৌরসভার যাদুঘর, নারী কর্ণার, কল সেন্টার, সহ প্রতিটি শাখার কর্মকান্ড পরিদর্শন করে ও পৌরসভার তথ্য ও প্রযুক্তি কেন্দ্রের পাশে অবস্থিত রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প (বৃষ্টির পানি সংরক্ষন করে ভূগর্ভে প্রেরন) পরিদর্শন করে। দুপুরে পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদশনে যান এই প্রতিনিধি দল।
সর্বশেষ পৌর এলাকার -০৫ নং ওয়ার্ডের এরশাদ নগর বস্তি উন্নয়ন কমিটির সভায় অংশগ্রহন করে । এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল অব মেয়র-০২ সাইফ-উল-হক মুরাদ। সংবাদ বিজ্ঞপ্তি