কুষ্টিয়া পৌরসভার আয়োজনে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে বিশ্বকবির মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচক হিসেবে আলোচনা করেন রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. মুনমুন গঙ্গোপাধ্যায়।
এছাড়া উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক এ্যাডঃ লালিম হক, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মূর্শেদ রতন, আবৃত্তিকার আলম আরা জুঁই ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা প্রমুখ।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ এমন প্রতিভার অধিকারী ছিলেন মানব জীবনের সব বিষয়ের কথা বলে গেছেন। রবীন্দ্রনাথ শুধু কবি, সাহিত্যিক ও দার্শনিকই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ কর্মী, সমাজ সংস্কারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছবি আঁকতেন, ইন্ডাষ্ট্রিজ ও কৃষকের জন্য ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন।