কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনীতে মাহবুবউল আলম হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, কুষ্টিয়া পৌরসভাকে আধুনিক দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে হবে। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌরসভা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। এ পৌরসভায় অনেক উন্নয়নমুলক কাজ হয়েছে। কিন্তু কুষ্টিয়া শহরকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করতে হলে মাষ্টার প্লান তৈরীর কোন বিকল্প নেই। এ জন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি। তিনি বলেন, এই কুষ্টিয়া শহর হচ্ছে আমার-আপনার সকলের শহর। আমরা এক ও ঐক্যবদ্ধ হয়ে কুষ্টিয়াসহ কুষ্টিয়া শহরের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন, মেয়র আনোয়ার ভাই আমাদের সকলের মুরব্বী। আমি চাইবো তিনি যতদিন জীবিত ও কর্মক্ষম থাকবেন, ততদিন আমাদের অভিভাবক এবং পৌর মেয়র হিসেবেই থাকবেন। তিনি আরও বলেন, আনোয়ার ভাইয়ের প্রতি আমার অনুরোধ রইল, যে কোন প্রয়োজনে আমাকে স্মরণ করবেন, আমি সবসময় আপনার পাশে আছি। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছর উদযাপন উপলক্ষ্যে ১৩ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবউল আলম হানিফ এমপি এসব কথা বলেন। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস.এম. তানভির আরাফাত পিপিএম (বার), কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সদর উদ্দিন খাঁন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান আতা। স্বাগত বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র-১ আজহাজ¦ মতিয়ার রহমান মজনু। সভাপতির বক্তৃতায় মেয়র আনোয়ার আলী বলেন, কুষ্টিয়া পৌরসভার উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত রেয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে, দেশের অনেক পৌরসভায় টাকা খরচ করার জায়গা নেই। অথচ আর্থিক সংকটের কারনে আমাদের অনেক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছিনা। তিনি বলেন, আমি কুষ্টিয়া শহরকে দৃষ্টিনন্দন শহর হিসেবে দেখে যেতে চাই। এজন্য আমি একা নয়, সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে আমি মাহবুবউল আলম হানিফ এমপির সার্বিক সহযোগিতা কামনা করি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছর পূর্তির কেক কাটা হয় এবং স্মরক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। জাতীয় সংগীতের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়। এর পূর্বে বেলুন উড়িয়ে ১৩ দিনব্যাপী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ। এদিকে সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর হতে স্মরণকালের স্মরণীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া পৌর চত্বরে শেষ হয়। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল পৌর কাউন্সিলরদের দৃষ্টিনন্দন সাজে-সজ্জিত। এছাড়াও বিকেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং সন্ধ্যায় গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন দেশের খ্যাতনামা লালন শিল্পি শফি মন্ডল ও টুনটুন বাউল। রাতে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়া পৌরসভার সাবেক কমিশনার নাসির উদ্দিন আহম্মেদ এবং পৌর উপ-সহকারী প্রকৌশলী সাবিনা ইসলাম। এদিকে সন্ধ্যায় পৌর বিজয় উল্লাস চত্বরে ১৫০টি মোমবাতি প্রজ¦লন করেন মেয়র আনোয়ার আলী। এসময় পৌর কাউন্সিলরগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।