কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদার পাড়া থেকে চোরায় ২ গরু সহ চোর সেন্ডিকেটের গুরুসহ ৩ জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
জানা গেছে শুক্রবার সকালে কষায়ের কাছে ফিলিপনগর গোলাবাড়ীয়া গ্রামের খায়রুলের ছেলে সিপন (৩৫) ২ টা এঁড়ে গরু বিক্রি করতে গেলে এলাকাবাসীর সন্দেহ হয়, তারা থানায় খবর দিলে এসআই গৌতম ও এএসআই সাহেব আলির নেতৃত্বে গরু ও চোরকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরের গডফাদার একই এলাকার নাড়া মোল্লার ছেলে খোকন (৩২) ও ফাদায় মন্ডলের ছেলে ক্রতো (৪০) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায় এই চোর সেন্ডিকেটের লোকজন দীর্ঘদিন যাবৎ লালপুর থেকে গরু চুরি করে এনে এলাকায় বিক্রি করে আসছে, এ চালানে তাদের কাছে ৪টা গরু ছিল ২টা ইতি পূর্বে বিক্রি হয়ে গেছে ও ২টা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।