কুষ্টিয়ার দৌলতপুরে গাঁজা ও ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার প্রাগপুর বাজারের শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল হোসেন (১৭) নামে এক কিশোরকে ১ কেজি গাঁজাসহ আটক করে দৌলতপুর থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী চঞ্চল হোসেন মহিষকুন্ডি মাঠাপাড়া এলাকার ওহাব মিস্ত্রির ছেলে।
অপরদিকে বৃহস্পতিবার বিকেলে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশ থেকে জহুরা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে দৌলতপুর থানা পুলিশ। সে পাবনার রাধানগর এলাকার সুমন শেখের মেয়ে।
পৃথক ঘটনায় দৌলতপুর থানায় মামল হলে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান।