কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে ইয়াদ আলী (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ইয়াদ আলী দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাঠপাড়া এলাকার মৃত তেতুল মন্ডলের ছেলে।
গত শনিবার (১৩ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ইয়াদ আলীর করোনা পজেটিভ শনাক্ত হলে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, করোনা পজিটিভ অবস্থায় গত ১৫ জুন রাত সোয়া ১টায় ইয়াদ আলী খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়। তার স্বজনদের না পেয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন মরদেহ নেয়ার জন্য রাতে অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন।
ইয়াদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, ইয়াদ আলী করোনাসহ নানা রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি বুধবার বিকেলে মারা যান।
ফিলিপনগর মাঠপাড়া গ্রামে করোনা স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের তত্বাবধানে ইয়াদ আলীর দাফন সম্পন্ন করা হবে। তবে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখান থেকে এখনও রওনা দেয়নি বলে তিনি উল্লেখ করেন।