কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
এরা হলো মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের আজিজুল মল্লিকের ছেলে মিঠু মল্লিক (৩০), বলিদাপাড়া গ্রামের ফজলুল হক মন্ডলের ছেলে প্রিন্স মাহমুদ (২৮) এবং কুষ্টিয়া সদরের জুগিয়া কদমতলা এলাকার আমজাদ মালিথার ছেলে আশরাফুল মালিথা (২৫)।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার ওসি আজম খানের নির্দেশে দৌলতপুর থানা পুলিশ মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে এবং তাদের কাছ থেকে মাদক উদ্ধার করে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
অপরদিকে চিলমারী বিওপি’র টহল গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চিলমারী আঞ্জুপাড়া মাঠে অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।