কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত দাউদ শাহ’র ছেলে সাদেক শাহ ও মৃত গনি শাহ’র ছেলে হজরত শাহ’র বসত বাড়ীতে আগুনে ভষ্মিভুত হয়েছে।
এলাকাবাসী জানান হঠাৎ সকাল ১১ টার দিকে আগুন দেখতে পাই, আগুন বেগতিক হওয়াতে মুহুর্তে সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে।
সাদেকের স্ত্রী জানান বিদুৎতের ডপতাঁর থেকে আগুনের সূত্র পাত হয়েছে, আমরা বুঝে ওঠার আগেই বিদুৎ এর তারে আগুন লেগে গেলে আগুন সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে। আমার বসত ঘরে থাকা কোন জিনিস আমি বাহির করতে পারিনি, আমার নগদ ৫০ হাজার টাকা ছিল ঘরে, এ ছাড়াও বসত ঘর সহ ৫ টা ঘর, জমির দলিল, টিভি,২ টা খাট সহ সব জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গেছে। সাদেক জানান হঠাৎ আগুন সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে, আমরা ৩ বার আপরেশণ করেছি আমি আসহায় ও গরীব গ্রামের মানুষ আমাকে সাহায্য করেছিল বলে আমি বেঁচে আছি। আমাদের সব আগুনে পুড়ে গেছে আমাদের ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা।
আমরা সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করছি। উক্ত বিষয়ে সংরক্ষিত আসনের সদস্য জানান সাদেক অতি দরিদ্র মানুষ তাদের সব আগুনে পুড়ে ছাই আমি তাদের যত টুকু পারি সাহায্য করবো।
ভেরামারা ফার্য়ার সার্ভিস ইনচার্জ প্রবীন কুমার দেবনাথ জানান আমরা এসে পৌঁছানোর আগেই সাধারন মানুষ প্রায় আগুন নিয়ন্ত্রণ এনেছে, তবে আমরা এসে পুরো আগুন নিয়ন্ত্রণে এনেছি সাদেক শাহ’র প্রায় ২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে ।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ শাহ দারা খানের নেতৃত্বে এস আই নজরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন ।