কুষ্টিয়া থেকে আজও ছেড়ে যায়নি দূরপাল্লার কোন যাত্রীবাহি পরিবহন। এতে যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
আজ রোববার কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় দুরপাল্লার সব কাউন্টারে তাদের কার্যক্রম বন্ধ দেখা যায়। যাত্রীরা গন্তব্যস্থল যেতে কাউন্টারে ভীড় জমালেও বাস না ছাড়ায় গন্তব্যস্থলে যেতে পারছেননা তারা।
বাস মালিকরা বলছেন, শ্রমিকদের অনিহা ও নিরাপত্ত্বাহীনতার কারনে ৩য় দিনের মত কুষ্টিয়ার সকল রুটে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে দুই শিক্ষার্থী নিহত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার দিন থেকেই নিরাপদ সড়কের দাবীতে রাজধানীসহ সারাদেশে আন্দোলনে নামে।