কবি ও সমাজকর্মী সহিদা মুসা অশ্রু (১৯৩৬-২০১৫) এর ৩য় মৃতু ̈বার্ষিকী এবং অশ্রু আর্কাইভের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ̈ আগামী ৬ মার্চ ২০১৮, মঙ্গলবার, বিকাল ৪টায় সাহিত্য-আড্ডা ও গানের আসরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লেখক, কবি, শিল্পী ও সংস্কৃতিমনা ব্যাক্তিরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত – আপনি আমন্ত্রিত। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ – 01712122415, 01711397261