কুষ্টিয়ায় ভাঙা সড়কে চলতে গিয়ে ট্রাকের ধাক্কায় আবারও এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম ওমর আলী ( ৪০)। সে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট দোস্তপাড়া এলাকার মৃত অনাথের ছেলে।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ঝিনাইদাহ মহাসড়কের বটতৈল মোড়ের কাছাকাছি এ দূর্ঘটনা ঘটে।
জানানায়, নির্মান শ্রমিক ওমর আলী একটি ভ্যান যোগে কুষ্টিয়া থেকে বটতৈল অভিমুখে যাচ্ছিল। এ সময় একটি বালির ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ওমর আলী ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পরে যায়। এতে সে মাথা ও শরীরের বিভিম্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।