কুষ্টিয়া টেগরলজে পূর্নিমা তিথিতে ‘রবীন্দ্রনাথের খেয়ালাঙ্গের গান’ শিরোনামে রবীন্দ্রসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার আয়োজনে এবং কুষ্টিয়া পৌরসভার সার্বিক সহযোগিতায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুষ্টিয়া টেগরলজে এ রবীন্দ্রসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সহ-সভাপতি খলিলুর রহমান মজু’র সভাপতিত্বে রবীন্দ্র আলোচক হিসেবে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র সাবেক চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শিল্পী অশোক সাহা। সঙ্গীত পর্বে ‘রবীন্দ্রনাথের খেয়ালাঙ্গের গান’ পরিবেশন করেন শিল্পী আকলিমা খাতুন ইরা, রীনা বিশ্বাস, স্বাতী নন্দিনী, সুমি দত্ত, শফিকুর রহমান জুয়েল, আতাউর রহমান বাদল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইবি’র বাংলা বিভাগের প্রফেসর ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার সহ-সভাপতি ড. সরওয়ার মুর্শেদ। তবলায় সহযোগিতা করেন আকাশ চক্রবর্তী ও তন্ময় চক্রবর্তী। আলোচনা সভা পরিচালনা করেন শিল্পী আব্দুর রহমান।
রবীন্দ্র আলোচক প্রফেসর হাফিজুর রহমান বলেন বরীন্দ্রনাথ ঠাকুর চিন্তা-চেতনা দিয়ে বাংলা সাহিত্য সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কথা বলেন। আমাদের জীবনে রক্তপ্রবাহে সবকিছুতেই কর্মী রবীন্দ্রনাথ। শিলাইদহের অনেক রাস্তা-ঘাট রবীন্দ্রনাথ মেরামত করেছেন। রবীন্দ্রনাথের গান শুনলে পুলকিত হই, আনন্দিত হই। রবীন্দ্রনাথের জীবন থেকে শিক্ষা লাভ করে নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতে হবে।