রবিবার সন্ধা ৫.০০ ঘটিকায় নিউইয়র্কের জেকশন হাইটসের ইস্টল্যান্ড মাল্টি সার্ভিস অফিসে সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সাহেবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ।
সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু মুসা , উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রাশেদুল আলম ,উপদেষ্টা মুন্সী মুর্তজা আলী ( সহযোগী অধ্যাপক ই.বি) , উপদেষ্টা মমিন বিশ্বাস (অধ্যক্ষ), উপদেষ্টা মোঃ রফিক আহম্মেদ মিলু , সিনিয়র সহ সভাপতি কাজি আবেদিন , সহ সভাপতি মোঃ সাইদুর রহমান ,সহ সভাপতি মোছাঃ আনোয়ার খাতুন মন্জু , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলম মুন্না ,সহ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম , সাংগঠনিক সম্পাদক মোঃ জগলুল হক শাহীন ,অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন , সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান , প্রচার সম্পাদক মুন্সী মো:সাজেদুর রহমান টেন্টু , আপ্যায়ন সম্পাদক আব্দুল ওয়াহেদ , দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান , সমাজ কল্ল্যাণ সম্পাদক মোঃ মন্জুর কাদের , ও প্রমুখ৷ উক্ত সভায় সকলের সম্মতিতে নিম্নোক্ত সিদ্ধান্ত সমুহ গৃহিত হয় ১. কুষ্টিয়াতে শীত বস্ত্র বিতরণ এবং তা একটু পাশে দাঁড়াই সংগঠনকে দায়িত্ব দেওয়া হবে বন্টনের জন্য ২. আন্তজাতিক মাতৃভাষা পালন ৩. স্মরনিকা প্রকাশ ।
এছাড়া সিনিয়র সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের দুইটি প্রস্তাবনা আগামী সভায় এজেন্ডা আকারে আসবে । পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে সভা শেষ করা হয় ।