কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য শ্রমিক নয়ন ইসলামের পরিবারকে মৃত্যুকালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। ইউনিয়নের বনানী হল গলির কার্যালয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক নয়ন ইসলামের পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম ও সাধারন সম্পাদক মো: মোকাদ্দেস হোসেন।
এসময় সাধারন সম্পাদক মোকাদ্দেস হোসেন নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য নয়ন এর পরিবারকে ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই অর্থ কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যের মেহনত ও পরিশ্রমের অর্থ। মটর শ্রমিকদের পাশে দ্বারাতে বর্তমান সভাপতি মাহাবুল আলম এর নেতৃত্বে কাজ করে যাচ্ছে নেতৃবৃন্দ।
প্রয়োজনের তুলনায় এই অর্থের পরিমান মৃত শ্রমিক পরিবারের জন্য অতি সামান্য বলে মনে করি আমরা। বর্তমানে এই কমিটি মৃত্যুকালীন অর্থের পরিমান বৃদ্ধি করতে আপ্রান চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন, আগামী দিনে আমাদেরকে সাধারন শ্রমিক ভাইয়েরা পূনরায় সেবা করার দায়িত্ব দিলে শ্রমিক পরিবারকে তাদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করতে পারবো। অর্থ প্রদান কালে ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিকেরা উপস্থিত ছিলেন।