কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের বাসভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক পুলিশ তাঁর বাড়ির সামনে অবস্থান নিতে দেখা গেছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। সোহরাব উদ্দিন বাড়িতেই অবস্থান করছেন বলে জানাগেছে ।
দুপুর সাড়ে ১২টায় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যদের বাঁধায় তিনি শেষ পর্যন্ত বের হতে পারেননি।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দীনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ আমাদের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ ছিলো।
আমরা সকল প্রস্তুতি নিয়েছি কিন্তু সকাল থেকে পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। এতে আমাদের সাংবিধানিক অধিকার টুকুও কেরে নেয়া হচ্ছে। আমি বাইরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আমাকে বাইরে যেতে বাঁধা দিয়েছেন ।
তিনি বলেন, আমার মনে হচ্ছে আমাকে তারা গৃহবন্দি করে রেখেছে। আমাকে আটকও করছে না আবার বাহিরে বের হতেও দিচ্ছে না।