কুষ্টিয়ায় রাতের আধারে শহর ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক (ডিসি) মো, জহির রায়হান।
সোমবার রাত সাড়ে ১১টা থেকে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে কম্বল বিতরণ শুরু করেন। শহরের মজমপুর বাসস্ট্যান্ড, বাস টার্মিনাল, বড় ষ্টেশন, লালন শাহর মাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় ভাসমান মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব, ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা , নেজারত ডেপুটি কালেক্টর আতিকুল মামুন এবং কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ সংবাদকর্মীরা তার সঙ্গে ছিলেন।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আতিকুল মামুন জানান, সোমবার রাতে শহরের ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে জেলা প্রশাসক নিজে ঘুরে ঘুরে ১শ টি কম্বল বিতরণ করেন।