কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে পালিত হয়।
এ দিবস উপলক্ষ্যে জেলা অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আজগর আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন রাজু, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি সুরঞ্জন ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার প্রমূখ।
প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, ১৯৮১ সালের ১৭ মে আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭৫ সালের ১৫ আগস্টের হারানো বাংলাকে আবার ফিরে পায়। এই জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখে। আড়মোড়া দিয়ে জেগে ওঠে নতুনভাবে।
নেতৃবৃন্দ বলেন সেদিন জীবন বাজি রেখে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই আমরা আজকের এই উন্নত একটি বাংলাদেশ দেখছি। তারা শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন।
Discussion about this post