কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আতাউর রহমান আতা।
সোমবার উপজেলা চেয়ারম্যান জননেতা আতাউর রহমান আতা রোগী, রোগীর স্বজন ও চিকিৎসকদের সাথে কথা বলেন। ডেঙ্গুরোগ বিস্তার রোধে সচেতনার বিকল্প নেই। প্রত্যেকে বাড়ির আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন ও জমা পানি ফেলে দেওয়ার আহবান জানান উপজেলা চেয়ারম্যন জননেতা আতাউর রহমান আতা।
উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বিজ্ঞ এডিশনাল পিপি এড. শামস তানিম মুক্তি, কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জামিল হাসান খান খোকন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ দৌলা তরুন, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী নিশান, কেপিসি’র দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, সদস্য হাফিজুর রহমান জীবন, নাব্বির আহমেদ খান, ডাঃ আফিল উদ্দিন, কাউন্সিলর এজাজ আহমেদ, ছাত্রনেতা স্বপনসহ গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।