কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে জেনারেল হাসপাতালের জানালা ভেঙ্গে আল্ট্রা সনো গ্রাফী কক্ষের তালা ভেঙ্গে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া ওই কক্ষ থেকে খোয়া যায় চেকবইসহ মুল্যবান কাগজপত্র।
জেনারেল হাসপাতালের আরএমও তাপস পাল জানান, মধ্যরাতে হাসপাতালের আল্ট্রা সনো গ্রাফী কক্ষে এ চুরির ঘটনা ঘটে। কিছু কাগজপত্রসহ রুমে থাকা নগত ১৫-২০ হাজার টাকা চুরি হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন হাসপাতাল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চুরির ব্যাপারে তদন্ত করে অতিদ্রুত আসামিদের আইনের আওতায় আনার কথা জানান।