কুষ্টিয়া দেওয়ানী-ফৌজদারী আদালতের পিপি, জিপিসহ বিশেষ পিপি’র নাম ঘোষণা : পিপি অনুপ নন্দি জিপি মাসুম পেলেন পুন:নিয়োগ।
কুষ্টিয়া জেলার দেওয়ানী ও ফৌজদারী আদালতের পিপি-জিপি-নারী ও শিশু নির্যািতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি’র নাম ঘোষনা করা হয়েছে।
ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ৪৯২ ধারা এবং এল আর ম্যানুয়াল ১৯৬০ এর ২ নং অধ্যায়ের ৯ ও ২৭ (১৭) বিধির প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশক্রমে এ নিয়োগে ২৯/১০/১৯ স্বাক্ষর করেন সহকারি সচিব(পিপি/জিপি) আব্দুছ ছালাম মন্ডল।
-পিপি-পাবলিক প্রসিকিউটর-অ্যাড. অনুপ কুমার নন্দি
-জািপি- সরকারি কৌশুলী -অ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম
-পিপি- বিশেষ পিপি- অ্যাড. আব্দুল হালিম
-পিপি-বিশেষ পিপি- রফিকুল ইসলাম লালন
– অতিরিক্ত পিপি- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর-অ্যাড. নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম গালিব, গৌলাম মওলা, খন্দকার সামস তানিম মুক্তি, শহিদুল ইসলামসহ ১১ জন।
-এপিপি- সহকারি পাবলিক প্রসিকিউটর-অ্যাড. সাজ্জাদ হোসেন সেনা, ইমরান হোসেন দোলন, ইকবাল হোসেন টুকুসহ ২৩ জন।
-বিশেষ জািপি- অতিরিক্ত সরকারি কৌশুলী ৭ জন ও সহকারি সরকারি কৌশুলী ৮ জন সহ মোট ৫৪ জনের নাম ঘোষনা করা হয়।