কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বড় বাজারের চেম্বারের মজিবুর রহমান মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি হাজী রবিউল ইসলাম, চেম্বারের সাবেক সভাপতি বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান প্রমুখ।
২০১৮-১৯ পরিচালনা পরিষদের কর্মকর্তারা হলেন, সভাপতি হাজী রবিউল ইসলাম, সিনিয়র সহসভাপতি আফাজ উদ্দিন আহমেদ জিন্নাহ, সহসভাপতি এস এম কাদেরী শাকিল।
এছাড়াও পরিষদের পরিচালক নির্বাচিত হয়েছেন এস এম রেজাউল ইসলাম বাবলু, হাজী মোঃ আখতারুজ্জামান, মোকাররম হোসেন মোয়াজ্জেম, এস এম আলমগীর আলম, হাজী মোঃ ওমর ফারুক, খন্দকার জিয়াউল হক, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, মোঃ জাকিরুল ইসলাম, মেজবার রহমান,খন্দকার ইকবাল মাহমুদ, শহীদ মুসা মঞ্জু, বিশ্বজিৎ সাহা সন্টু, এ এস এম রোকনুজ্জামান নান্টু, হারুন-অর-রশিদ, মোক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, মাহবুবুর রহমান টিপু, হাজি শাকিল আহমেদ জালাল ও রফিকুর রহমান।
পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।