কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কে আলমডাঙ্গা হতে ছেড়ে আসা দ্রুতগামী একটি ভুট্টো ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইলচারা ইউনিয়নে বাগডাঙ্গা ঈদগাহ মোড়ে জিকে ক্যানালে পড়ে যায়। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়ররা জানায়, মালামালবাহী ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০১৮৯) অত্যন্ত বেপোরোয়া গতিতে আলমডাঙ্গা শহর হতে ছেড়ে কুষ্টিয়া অভিমুখে আসছিল। ট্রাকটি আইলচারা বাগডাঙ্গা মোড়ে পৌছালে বাঁকে নিয়ন্ত্রন হারিয়ে কেনালে পড়ে যায়।
ট্রাকের চালক এবং সহকারী চালক আহত হলে তাদের স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা দিয়া হয়েছে। তবে ওই স্থানে রাস্তা বাঁকে কোন নির্দেশনার সাইনবোর্ড না থাকায় প্রায়ই এই স্থানে ছোট বড় দূর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।