কুষ্টিয়া সুগারমিল ফুটবল মাঠ বিলুপ্ত করে আখ আবাদে কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহার দাবীতে সুগারমিলস্ চিল্ড্রেন্স ফোরাম মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে।
আজ সোমবার ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সকাল সাড়ে ৯টায় মিলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরওয়ার মোর্শেদের হাতে ওই স্মারকলিপি তুলে দেয়া হয়।
ফোরামের পক্ষে সাংবাদিক নুরুল কাদের ও শরীফ বিশ্বাস তুলেদেন ওই স্মারকলিপি। এসময় ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধান্ত প্রত্যাহারে বিবেচনার আশ্বাস দেন।