কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা’কে বদলি করা হয়েছে। নতুন ইউএনও পদে যোগদান করছেন মেসবাহ উদ্দীন। বদলীকৃত মৌসুমী জেরীন কান্তা একই পদে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় দায়িত্ব পালন করবেন।
রবিবার (৭ জুন) খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নামের পাশে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ খুব দ্রুতই কার্যকর হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, ইউএনও মৌসুমী জেরীন কান্তা করোনা প্রতিরোধে সরকারী আদেশ পালন করেছেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর খোকসা উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করেছিলেন মৌসুমী জেরীন কান্তা।
নতুন ইউএনও মেসবাহ উদ্দীন ৩৩ তম বিসিএস ব্যাচ এ খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখায়) কর্মরত ছিলেন।
৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করা মেসবাহ উদ্দীন খোকসার ৩২ তম ইউএনও হিসেবে যোগদান করবেন। তাঁর নিজ বাড়ি সাতক্ষীরা, খুলনা।