কুষ্টিয়ার কুমারখালীতে গরু চরাতে গিয়ে ফারুক মন্ডল (৩০) ও মাঠ থেকে ধান আনতে গিয়ে শফি মন্ডল (৪৫) নামের একজন সহ দুইজন কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর পদ্মার চড় এলাকায় হামিদুল মন্ডলের ছেলে ফারুক মন্ডল গরু চরাতে গিয়ে ও নন্দলালপুর ইউনিয়নের সদরপুর সর্দারপাড়ার ময়জুদ্দিন মন্ডলের ছেলে শফি মন্ডল মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়।
বজ্রপাতে দুইজন নিহত হবার বিষয়টি কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান নিশ্চিত করেছেন।
Discussion about this post