কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘন্টায় ২০০ টি রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে কুষ্টিয়ায় সদ্য যোগ দেয়া এডিসি সিরাজুল ইসলাম এবং জেলা প্রশাসকের সহকর্মীসহ ১৫ টি পজেটিভ। নতুন সনাক্তদের মধ্যে ১৩জন পুরুষ ও ২ জন নারী। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত বহিরাগত বাদে ১৫৩ জন কোভিড রোগী সনাক্ত হল।
আজ মঙ্গলবার (৯ জুন) কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচএম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে সদ্য যোগদান করা অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম রয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার একটি উপজেলার ইউএন ছিলেন। যোগদান করেছেন গত সোমবার। এছাড়াও রয়েছেন, একজন ম্যজিস্ট্রেটের স্বামী যিসি পেশায় কুষ্টিয়া পূবালী ব্যাংকে কর্মরত ও রয়েছে জেলা প্রশাসকের বাসভবনের পিয়ন বিল্লাল হোসেন।
এদিকে জেলা প্রশাসক মো, আসলাম হোসেন বুধবার দ্বিতীয়বারের মতো করোনা টেস্ট করাবেন বলে জানা গেছে। এছাড়া প্রথমবারের মতো জেলায় একজন সাংবাদিকের পজিটিভ এসেছে। তিনি হলেন কালের কন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি তারিকুল হক তারিক। তিনি সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেছিলেন। তারিক বর্তমানে কোর্টপড়ার গোশালা রোডের বাসায় অবস্থান করছেন। তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন। করোনা আক্রান্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের শারিরিক অবস্থার উন্নতি হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ মোট ৩৬০ টি স্যাম্পলের (কুষ্টিয়া ২০০, চুয়াডাঙ্গা ৬৬, মেহেরপুর ৫২, ঝিনাইদহ ৪২) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২ জন, খোকসা উপজেলায় ২ জন ও কুমারখালী উপজেলায় ২ জন মোট ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে৷
নতুন আক্রান্ত ১৫ জনের ঠিকানাঃ কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা কোর্টপাড়া, মজমপুর, কমলাপুর, ব্লকঃ ডি-হাউজিং এরিয়া, ৩ জন খাজানগর, ২ জন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা পোড়াদহ। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা নন্দলালপুর ও কুমারখালী পৌরসভা। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা জানিপুর, খোকসা।
চুয়াডাঙ্গা জেলায় ৪ জন, ঝিনাইদহ জেলায় ৫ জন ও মেহেরপুর জেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় ২ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
আজকে নতুন সনাক্ত ১৩ জন পুরুষ ও ২ জন নারী।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত বহিরাগত বাদে ১৫৩ জন কোভিড রোগী সনাক্ত হল।
০৯ জুন ( মঙ্গলবার ) এর আপডেট
বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড সনাক্ত ১৫৩ জন। বহিরাগত সনাক্ত-২।
উপজেলা ভিত্তিক রোগী-
দৌলতপুর-২৬, ভেড়ামারা-২৩, মিরপুর-১৫, সদর-৫৫, কুমারখালী-২২, খোকসা-১২
(পুরুষ রোগী-১১৫, নারী রোগী-৩৮)
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৩১ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ- ২৯ জন
দৌলতপুর-১১, ভেড়ামারা-২, মিরপুর-৫, সদর-৪, কুমারখালী-৬, খোকসা-১, বহিরাগত সুস্থ-২
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১১৭ জন
হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।
খুলনা প্রেরণ ২ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। সতর্ক থাকুন, সাবধানে থাকুন।