কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘন্টায় ১৮৮ টি রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে কুষ্টিয়া জেলায় ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৪৩ জন করোনা রোগী শনাক্ত হলেন।
সোমবার (১৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১৫ জুন মোট ১৮৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৪, মেহেরপুর ৩১, ঝিনাইদহ ৫, চুয়াডাঙ্গা ১৮) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১২ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, দৌলতপুর উপজেলায় ৩ জনসহ মোট ১৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। দুইটি নমুনা ফলোআপেও পজেটিভ এসেছে।
এছাড়া ঝিনাইদহ জেলায় ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। মেহেরপুর জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১২ জনের ঠিকানা সোনালী ব্যাংকের ৩ জন,স্কয়ার ফার্মাসিউটিক্যালের একজন, চৌরহাসের দুইজন,জুগিয়াতে একজন, খাজানগরের একজন, কাটাইখানা মোড়ের দুইজন, হাউজিং এর দুইজন রয়েছেন। দৌলতপুরে আল্লারদর্গার দুইজন ও বৈরাগীর চরে একজন আক্রান্ত হয়েছে।
আজ চিকিৎসক আক্রান্ত হয়েছেন দুইজন, মোট চিকিৎসক আক্রান্ত হয়েছেন ৫ জন।
আজকে সনাক্তদের মধ্যে ২ জনের বয়স ১-১০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ২১- ৩০ বছর ,৮ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৫১-৬০, ২ জনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। আজকে নতুন সনাক্ত ১৫জন পুরুষ ও ৪ জন নারী।
১৫ জুন (সোমবার) এর আপডেট
বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড সনাক্ত ২৪৩ জন। বহিরাগত সনাক্ত-২।
উপজেলা ভিত্তিক রোগী-
দৌলতপুর-৩৩, ভেড়ামারা-৩৫, মিরপুর-২০, সদর-১০৭, কুমারখালী-৩৪, খোকসা-১৩
(পুরুষ রোগী-১৮৬, নারী রোগী-৫৭)
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৪২ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ- ৪০ জন
দৌলতপুর-১৩, ভেড়ামারা-২, মিরপুর-৮, সদর-৬, কুমারখালী-১০, খোকসা-১, বহিরাগত সুস্থ-২
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৯৩ জন
হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।
খুলনা প্রেরণ ২ জন।
মৃত- ১ জন (কুমারখালী -১)
উল্লেখ্য, কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় ১৮টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।