কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলার ১০৯ টি রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত বহিরাগত বাদে ৩৪৭ জন রোগী শনাক্ত হল।
শনিবার (২০ জুন) রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২০ জুন মোট ১৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১০৯, মেহেরপুর ৩৩, চুয়াডাঙ্গা ৩৪) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১১ জন, কুমারখালী উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ৪ জন ও খোকসা ২ জন মোট ১৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় ৪ জন ও মেহেরপুর জেলায় ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ভেড়ামারা উপজেলার ১ জন, দৌলতপুর উপজেলার ১ জন, মেহেরপুর জেলার ১ জন ও চুয়াডাঙ্গা জেলার ১ জনের মোট ৪ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
আজ পর্যন্ত কুষ্টিয়া জেলার মোট ৪২৭১ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪০৩২ জনের। ৩৬৮৪ জনের রেজাল্ট নেগেটিভ পাওয়া গেছে। ২৩৯টি স্যাম্পলের টেস্ট রেজাল্ট এখনো পাওয়া যায়নি। কুষ্টিয়ার মোট করোনা পজিটিভ রোগী ৩৪৯ জন (৩৪৮ জনের টেস্ট কুষ্টিয়ায় করা হয়েছে এবং ১ জনের টেস্ট ঢাকায় করা হয়েছে), যার মধ্যে মোট ৮৬ জন সুস্থ হয়ে গেছেন এবং ৩ জন মৃত্যুবরণ করেছেন। নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় কুষ্টিয়া জেলায় ২০ জুন পর্যন্ত বিদেশ ফেরত ৬৭৩ জনসহ ঢাকা/নারায়ণগঞ্জ/করোনা আক্রান্ত এলাকা হতে আগত ২৫৯২ জনের হোম কোয়ারেন্টাইন এবং ৪ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১১ জনের ঠিকানা- লাহিনী বটতলা ১ জন, জুগিয়া ১ জন, জুগিয়া ভাটাপাড়া ২ জন, গোসালা রোড ২ জন, র্যাব (১২) ১ জন, কাস্টম মোড় ১ জন ও ফুলতলা ৩ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত জনের ঠিকানা- এলংগিপাড়া ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা- কুন্ডুপাড়া।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা- কল্যাণপুর।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা- খোকসা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স (চিকিৎসক) ও গোপগ্রাম।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ১১, নারী ৮।
শনিবার (২০ জুন) এর করোনা আপডেট
বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড সনাক্ত ৩৪৭ জন। বহিরাগত সনাক্ত-২।
উপজেলা ভিত্তিক রোগী-
দৌলতপুর-৪৭, ভেড়ামারা-৫১, মিরপুর-২৫, সদর-১৬৪, কুমারখালী-৪৩, খোকসা-১৭
(পুরুষ রোগী-২৬৩, নারী রোগী-৮৪)
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৮৬ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ- ৮৪ জন
দৌলতপুর-১৮, ভেড়ামারা-৯, মিরপুর-১২, সদর-২৪, কুমারখালী-১৫, খোকসা-৬, বহিরাগত সুস্থ-২
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৪৪ জন
হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন।
মৃত- ৩ জন (কুমারখালী ১, দৌলতপুর ১, ভেড়ামারা ১)
পরিস্থিতি সামাল দিতে অধিক আক্রান্ত এলাকা হিসেবে কুষ্টিয়া শহরের ৮টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন এবং ভেড়ামারা পৌর এলাকার সাতটি ওয়ার্ড ও দুটি ইউনিয়নকে ইতিমধ্যে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ১৮ জুন থেকে এসব এলাকায় লকডাউন কার্যকর করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৩২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩ হাজার ৯৯৩ জন।
Discussion about this post