গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৪ (বহিরাগত বাদে) জন আক্রান্ত হলো। পুরুষ রোগী ৫৮, নারী ১৬ জন।
আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচএম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২১টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৯ টি কোভিড পজেটিভ। নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১ জন (জুগিয়া পালপাড়া, বয়স ৫০ বছর), কুমারখালির শিলাইদহের খোর্দবনগ্রাম ( বয়স যথাক্রমে ৫৫ ও ৪৮ বছর) এবং বাশগ্রাম ( বয়স ৪৩ বছর) মোট ৩ জন; খোকসার থানাপাড়া ১ জন (বয়স ৩৯ বছর), দৌলতপুরের হোগলবাড়িয়া (বয়স ২৮ বছর) ও চকদৌলতপুর(বয়স ২৫বছর) মোট ২ জন, ভেড়ামারার আনকান্দি (বয়স ৫৫বছর), বাহাদুরপুর (বয়স ৪৮ বছর) মোট ২ জন। এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ৭৪ জন কোভিড রোগী সনাক্ত হল।
করোনা স্যাম্পল টেস্টঃ আজ কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৭টি স্যাম্পল এর টেস্ট করা হয়েছে যার মধ্যে ১২১টি কুষ্টিয়া জেলার, ৩০টি মেহেরপুর জেলার এবং ৩৬টি চুয়াডাঙ্গা জেলার। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৯টি এবং চুয়াডাঙ্গা জেলার ২টি স্যাম্পলের ফলাফল পজিটিভ হয়েছে এবং বাকী সবগুলোর ফলাফল নেগেটিভ। আজ পর্যন্ত কুষ্টিয়া জেলার মোট ২১১৯ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯৫৯ জনের। ১৮৮৪ জনের রেজাল্ট নেগেটিভ পাওয়া গেছে। কুষ্টিয়ার মোট করোনা পজিটিভ রোগী ৭৬ জন ৭৫ জনের টেস্ট কুষ্টিয়ায় করা হয়েছে এবং ১ জনের টেস্ট ঢাকায় করা হয়েছে), যার মধ্যে মোট ২৮ জন সুস্থ হয়ে গেছেন। বাকী ৪৮ জনের সবার বাসা লকডাউনের আওতায় আনা হয়েছে এবং আক্রান্ত রোগীদের আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত সবাই সুস্থ আছেন। ১৬০টি স্যাম্পলের টেস্ট রেজাল্ট এখনো পাওয়া যায়নি।
হোম কোয়ারেন্টাইনঃ নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় কুষ্টিয়া জেলায় ০২ জুন, ২০২০ তারিখ পর্যন্ত বিদেশ ফেরত ৬৭৩ জনসহ ঢাকা/নারায়ণগঞ্জ/করোনা আক্রান্ত এলাকা হতে আগত ২৫৯২ জনের হোম কোয়ারেন্টাইন এবং ৪ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। কুষ্টিয়া জেলার ২টি প্রতিষ্ঠানে মোট ২০০ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের এবং ৬টি উপজেলাসহ ৩টি প্রতিষ্ঠানে (FWVTI তে ৪০টি, কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতালে ৩০টি, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালের ৩০টি) মোট ১৩৬টি আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ৪৮ জন আইসোলেশনে আছেন।
০২ জুন ( মঙ্গলবার ) এর আপডেট
বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড সনাক্ত ৭৪ জন। বহিরাগত সনাক্ত-২।
উপজেলা ভিত্তিক রোগী-
দৌলতপুর-২১, ভেড়ামারা-১১, মিরপুর-১০, সদর-১১, কুমারখালী-১৬, খোকসা-৫
(পুরুষ রোগী-৫৮, নারী রোগী-১৬)
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২৮ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ- ২৬ জন
দৌলতপুর-৯, ভেড়ামারা-২, মিরপুর-৪, সদর-৪, কুমারখালী-৬, খোকসা-১, বহিরাগত সুস্থ-২
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৪৬ জন
হাসপাতালে চিকিৎসাধীন ২ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
Discussion about this post